জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: ৫ আগষ্ট শেখ কামাল এর ৭৩ তম জন্মদিন উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। আলোচকরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের আজ ৭৩তম জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির জনকের হত্যাকারী ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রথম শিকার হয়ে শাহাদাত বরণ করেন।
পঁচাত্তরের ভয়াল পনেরোই আগস্ট নারকীয় হত্যাযজ্ঞের প্রধান লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেও এ দিনের ঘটনায় প্রথম শহীদ হন তাঁর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল। বঙ্গবন্ধুর ছেলে পরিচয় দেয়ার পর ঘৃণ্য কাপুরুষ মেজর (বরখাস্ত) বজলুল হুদা তার স্টেনগান দিয়ে শেখ কামালকে হত্যা করে।
বক্তারা আলো বলেন, শেখ কামাল ছিলেন নির্মোহ একজন সেনা অফিসার। স্বাধীনের প্র তিঁনি আবারো বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব বরণ করে নেন।
আলোচনায় অন্যান্যদের মাঝে অংশ নেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কাজী কাজী আরিফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাস প্রমূখ।