নড়াইল প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে লোহাগড়া বিএনপি ও অংগসংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার বেলা ১১ টায় লক্ষীপাশা খেয়াঘাটে লোহাগড়া বিএনপির উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ ১৬ টি বছর বিএনপির এই শীর্ষ নেতাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে কারাগারে হয়রানি ও নির্যাতন করেছে। অচিরেই সাবেক মন্ত্রী বাবরের সকল মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। এসময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজি সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক সাইফুল্লাহ আল মামুন,নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নায়েব আলী, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক এস কে মিন্টু, ছাত্রদল নেতা কাজি রিজভী আহমেদ, প্রমুখ। মানববন্ধন শেষে নেতা কর্মীরা লোহাগড়ার প্রধান প্রধান সড়কে সাবেক মন্ত্রীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
আরও খবর...