মুন্সি শাহাব উদ্দীন : বর্ষা মৌসুমে দেশের কিছু কিছু সড়ক মহাসড়ক দিয়ে মানুষ ও যান চলাচল করতে কষ্টের সীমা থাকে না। বর্ষা শেষ না হওয়া অবধি এসব সড়কের ক্রমেই অবনতি হতে থাকে। তেমনি এক সড়কের দেখা মিলে সাতকানিয়া মরফলা বাজারে। বাজারের রাস্তাগুলোর কংকর বালি বা পিচ ঢালাই নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, তাতে জমে আছে বৃষ্টির পানি। এই রাস্তা দিয়েই যেতে হয় জনসাধারণ ও বিভিন্ন প্রকারের যানবাহন। ফলে কষ্টের সীমা থাকেনা জনসাধারণ ও যানবাহন চালকদের। বাজারের এক সওদাগরের সাথে কথা বলে জানা যায়, পাঁচ বছরের অধিককাল রাস্তার এই অবস্থা। সংস্কারের কোন ছোয়া লাগেনি আজ পর্যন্ত। তাই এসব রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেন স্থানীয় জনসাধারণ।