অভিযোগে তিনি উল্লেখ করেন, বিল্লাল ও তার ছেলে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। নাহিদ ধর্ষণ চেষ্টা মামলার আসামী। ২০১৬ সালে আমার (বাদি) স্বামী মারা যায়। এরপর থেকে বিল্লাল হোসেন আমার জমি দখলের চেষ্টা করে আসছে। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তার লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, আমাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড, দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।
তবে এবিষয়ে অভিযুক্ত বিল্লাল হোসেন ও তার ছেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল রিসিভ করেননি।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।