সুলতান কবির : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অনিক চন্দ্র কোচ (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারের শ্রীবাস সরকারের বাইসাইকেল গ্যারেজের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক চন্দ্র কোচ একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের শচীন্দ্র কোচের ছেলে এবং নলুয়া বাজারে শ্রীবাস সরকারের বাইসাইকেল গ্যারেজের ম্যাকানিক ছিলেন।
ওই দোকানের মালিক শ্রীবাসের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে অনিল ও তার বন্ধুরা মিলে দোকানের ছাদে পিকনিকের আয়োজন করে।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।