ফিরোজ কবীর(তালা,সাতক্ষীরা) : দীর্ঘদিন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী টু দলুয়া সড়ক সংস্কার হয় না। অপেক্ষায় অপেক্ষায় দীর্ঘ ৪ বছর কেটে গেছে। বদলে গেছে অনেক কিছু। শুধু বদলায়নি পাটকেলঘাটা-দলুয়া সড়কের চিত্র। বর্তমানে সড়কটি সংস্কারের অপেক্ষায়। সড়কটির বেহালদশার কারণে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান বর্ষার মৌসুমে সড়কটিতে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে জমির বিরোধে শত্রুতায় লুটপাটের অভিযোগ নারী-শিশু-যুব-বৃদ্ধ সকলকে। দেখা গেছে, সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের কারণে ভ্যান, ইজিবাইক, ইঞ্জিনভ্যান ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছে। খলিষখালী বাজারে গিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে এই সড়কটি সংস্কারের টেন্ডার হয়। টেন্ডারটি পায় তালার রাকা এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী তপন চক্রবর্তী। তবে তালা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ১ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা সড়কটি সংস্কারে বরাদ্দ হয়। করোনাকালে সড়কটির কাজ শুরু হয় ইটের খোয়া বিছিয়ে। এরপর ঠিকাদার তপন চক্রবর্তী সড়কটির কাজ বন্ধ করে দেয়। সেই থেকে সড়কটি একইভাবে পড়ে আছে চরম অবহেলায়। তালা এলজিইডি কর্মকর্তা রথীন্দ্র নাথ হালদার জানান, খুব শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে। কিন্তু বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সড়কটির কাজ আর শুরু হবে কী না তা অনিশ্চিত। এ ব্যাপারে বহুবার পত্রিকায় প্রকাশ করার পরও বিগত সরকারের স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেন নাই ।জনদুর্ভোগ লাঘবে সড়কটি অবিলম্বে সংস্কারের দাবি এলাকাবাসির।