শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
১৫
বার পঠিত
»»»»» »»»»»
Oplus_0
মোঃ আল-আমিন : বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের মাওনা চৌরাস্তা এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ এর সভাপতিত্বে ও উপজেলা কমিটি যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাসুদ করিম উজ্জ্বল এর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা কমিটি যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা কমিটি সদস্য তাইজুল ইসলাম, জাহাঙ্গীর আলম পিন্টু, তাজ উদ্দিন, জসিম, সুমন মাহমুদ, সুমন আহমেদ, আরও বক্তব্য রাখেন, যুবদল নেতা সেলিম আহমেদ, আজাহারুল ইসলাম, মামুন ফরাজী, নূরুল হাওলাদার, আবুল হাসেম, শেখ ফরিদ, নাজমুল, রুবেল, আওলাদ , কামরুল ইসলাম, রিপন, আশরাফ, ও সুমন প্রমুখ।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ সহ বক্তারা বলেন, বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপাতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হোসাইন মাহামুদ রাসেল।