ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাত দিনে পৃথক সাত বাড়িতে হামলা করেছে র্দূবৃত্তরা। ব্যক্তি আক্রোশে হামলার দায় যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘারে।
এসব হামলার শিকার হয়েছেন উপজেলার কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা, পোষাইদ গ্রামে শফিকুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, নিজমাওনা গ্রামের মোহাম্মদ আলী। ভাংনাহাটি গ্রামের হাফিজ উদ্দিন মন্ডল, সাফিজ উদ্দিন মন্ডল ও শ্রীপুর গ্রামের হুমায়ুন কবির হিমু।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, সাত আগষ্ট সকালে উপজেলার ভাংনাহাটি গ্রামের পৌর বিএনপির নেতা সাফিজ উদ্দিন মন্ডল ও তার ভাই হাফিজ উদ্দিন মন্ডলের বাড়িতে হামলা চালায় দূর্বৃত্তরা। হামলা কারীরা দু’টি বাড়িতে ব্যাপক ভাংচুর করে। সাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, কারখানার জুট ব্যবসাকে কেন্দ্র করে তাদের দুই ভাইয়ের বাড়িতে হামলা হয়েছে।
গত আট আগষ্ট সকাল দশটার দিকে পোষাইদ গ্রামের শফিকুল ইসলামের বাড়ি ও দোকানে দূর্বৃত্তরা হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। নগত সাড়েতিন লাখ টাকা সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এর আগে ছয় আগষ্ট কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামের ফারুক মৃধার বাড়িতে রাতের আঁধারে দূর্বৃত্তরা আগুন দেয়। এতে ওই বাড়ির পাঁচটি ঘর সহ সমস্ত আসবাবপত্র পুড়ে প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়। দূবৃত্তরা নগত তিন লাখ টাকা সহ মূল্যবান মাল লুটে নেয়। ফারুক হোসেন মৃধা কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি জানান প্রতিহিংসার কারনে পূর্ব শুত্রতার জেরে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং জিনিসপত্র লুটপাট করা হয়।
গত পাঁচ আগষ্ট সন্ধ্যায় পৌর শহড়ের শ্রীপুর গ্রামে হুমায়ুন কবির হিমুর বাড়িতে হামলা করে দূর্বৃত্তরা। হুমায়ুন কবির জানান, পূর্বের জমি সংক্রান্ত বিরোধের কারণে তার বাড়িতে হামলা করেছে।
গত পাঁচ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রমিকলীগ নেতা মোস্তফা কামালের বাড়িতে হামলা করে দূর্বৃত্তরা। মোস্তফা কামাল জানান, আমাকে বাড়িতে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। গত সাত আগস্ট সকাল দশটার দিকে নিজমাওনা গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালিয়েছে বাড়ি ঘর ভাংচুর করে দূর্বৃত্তরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, বৈষম্যবিরোধী আন্দোলনের পর মাঠে নেই থানার পুলিশ। সর্বত্রই বিরাজ করছে আতংক। গত কয়েক দিনে শ্রীপুরে বেশ ক’টি বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ব্যক্তি আক্রোসে এসব ঘটনা ঘটলেও পরোক্ষভাবে দায় চাপছে আন্দোলকারীদের ঘারে। জরুরী ভিত্তিতে এসব হামলা বন্ধ করতে হবে।
এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, হামলা, ভাংচুর দলীয় ভাবে নিষেধ করা হয়েছে। যারা এসব কাজের সাথে জড়িত তাদের কঠোর ভাবে দমন করা হবে। দলীয় শৃংখলা ভঙ্গকারীদের দলথেকে বহিষ্কার করা হব।