মোঃ আল-আমিন : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র এক যুগ পূর্তি উৎসব উপলক্ষে শ্রীপুর (১২৮) উপজেলা কমিটির আয়োজনে, র্যালী, বৃক্ষরোপণ, সাংবাদিক প্রশিক্ষণ, কেক কাটা, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় উপজেলার জৈনা বাজার তরী চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে( বিএমএসএফ) এর যুগ পূর্তি উৎসবের আয়োজন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর (১২৮) উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু’র সভাপতিত্বে বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ মুঞ্জু , বরেন্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শারফুল ইসলাম সহ- সভাপতি শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ, বিএমএসএফ’র যুগ পূর্তি উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ আকরাম হোসেন কাজল সভাপতি গাজীপুর ইউনিয়ন কৃষক লীগ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগ, মোঃ মাহবুব আলম তালুকদার সহ সভাপতি গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ, মোঃ জেমস সোহেল সাবেক সহ সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ, মোঃ খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজীপুর ইউনিয়ন কৃষক লীগ, এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ, গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর ফকির, যুবলীগ নেতা নুরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সংবাদ কর্মীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন যেখানে অন্যায় সেখানেই ঝাপিয়ে পড়েন সংবাদকর্মীরা। আপনারা ন্যায়ের পক্ষে কাজ করে যাবেন এতে যদি কোন হামলা মামলায় শিকার হন তাহলে আমরা আপনাদের পাশে আছি, থাকবো, ইনশাল্লাহ।