বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দিনমজুর সাহাজ উদ্দিনের বসতবাড়ীতে হামলা করে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দেয়ায় দিনমজুরের স্ত্রী, দুই মেয়ে ও বোনকে পিটিয়ে ও ছুরিখাঘাত করে আহত করেছে হামলাকারীরা। শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় উপজেলার মুলাইদ (রঙ্গীলা বাজারের পূর্ব পাশে) এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলো সাহাজ উদ্দিনের স্ত্রী শাহিদা বেগম (৪০), মেয়ে সাথী আক্তার (২৫), বিথী আক্তার (২০) এবং বোন সাজেদা আক্তার (৪০)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দয়ে। ছুরিকাঘাতে গুরুতর আহত সাজেদা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মালিহা বিনতে মোস্তফা জানান সাজেদা আক্তারের ডান পায়ের উড়–তে ধারালো ছুরির আঘাত রয়েছে।
অভিযুক্তরা হলো একই এলাকার বেলাল হোসেন, স্ত্রী রাবি আক্তার, তার ছেলে জাহিদুল ইসলাম, মেয়ে পারভীন আক্তার। সাহাজ উদ্দিন জানান, তিনি ভূমিহীন। তার চাচা সব্বত আলী মারা যাওয়ার আগে তাকে পৌণে দুই শতাংশ (এক গন্ডা) জমি দান করে যায়। এরপর থেকে ওই জমিতে তিনি টিন দিয়ে একটি ছাপড়া ঘর তুলে স্ত্রী, দুই মেয়েকে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। স্থানীয় বেলাল উদ্দিনের বড় ছেলে জাকির হোসেন বাংলাদেশ পুলিশ (এসআই পদে ঢাকার তুরাগ থানায় কর্মরত) থাকায় ওই ছেলের প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারা পানি, ময়লা ফেলতে দেয় না। বাড়ি থেকে বের হতে দেয় না। চলাচলের রাস্তা বন্ধ করে রাখে। শুক্রবার সকালে আমার কর্মস্থল স্থানীয় প্যারাডাইজ স্পিনিং মিলে (ডেইলী লেবার) দিনমুজুরী কাজের জন্য চলে যাই। পরে সাড়ে ৯টার দিকে বেলাল হোসেন তার স্ত্রী ও ছেলে-মেয়ে আমার বসতবাড়ীতে হামলা করে টিনের ছাপড়া ঘর ভেঙ্গে ফেলে। এসময় তাদের বাধা দিলে হামলা করে আমার স্ত্রী, দুই মেয়ে ও বোনকে পিটিয়ে আহত করে। আমি আহতদের নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছি। শুনলাম বেলাল হোসেন গং আমার বসতবাড়ী ভেঙ্গে উল্টো আমার বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে আসছে। তার বড় ছেলে দারোগার প্রভাব দেখিয়ে সে পরিবারের সদস্যদের মিথ্যা মামলার হুমকি দিয়ে ভয়ভীতি দিয়ে আসছে।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, সাহাজ উদ্দিন দানসূত্রে প্রাপ্ত হয়ে এক গন্ডা জমিতে দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে বসবাস করে আসছে। সে একজন নিরীহ মানুষ। দিনমুজুরী করে অনেক কষ্ট করে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দিনযাপন করছে। কয়েকদিন পর পর প্রভাবশালী বেলাল হোসেন তার বড় ছেলের (পুলিশের দারোগা) প্রভাব দেখিয়ে পারবারটির ওপর নির্যাতন করে আসছে। যা সত্যিই অমানবিক। অভিযুক্ত বেলাল হোসেন জানান, সাহাজ উদ্দিন যে জায়গায় বসবাস করছে ওই জমিতে তার কোন কাগজপত্র নাই। তারা নিজেই নিজেদের বসতবাড়ী ভেঙ্গে ও শরীরে আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে।
Leave a Reply