মশি উদ দৌলা রুবেল: ফেনীর ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাশের হস্তক্ষেপে শুভপুর নতুন বাজারে মোশাররফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনা নেওয়া তথা চলাচলের ৪০ বছরের পুরানো রাস্তা মুল ফটক উম্মুক্ত করে দেয়া হয়েছে।
জানাযায়,শুভপুর নতুন বাজারে প্রায় ৪০ বছর ধরে সরকারী খাস জমিতে ইজারা নিয়ে শোমেইল এর ব্যবসা করে আসছেন দক্ষিণ মন্দিয়া গ্রামের ফজলুর রহমান এর সন্তান মোশাররফ হোসেন।
শনিবার (৮ ই জুন ২০২৪) সকালে পারভেছ নামে এক প্রভাবশালী ভাড়াটে লোকজন এনে প্রভাবসৃষ্টি করে হোসেন শো মেইলের মুল ফটকে টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় এবং শো মেইলের জমি তার দাবি করে মাটি ও বালু বরাট করে।
এদিকে জয়পুর গ্রামের ঝন্টু চৌধুরীর পুত্র পারভেজ কর্তৃক সরকারী এই জমি জবরদখলের এই অপচেষ্টা রুখতে ছাগলনাইয়া উপজেলা ভুমি অফিসে ছুটে আসেন মোশাররফ হোসেন।মোশাররফ হোসেনের অনুরোধে সংবাদকর্মীরাও ঘটনাস্থলে ছুটে যান তথ্য সংগ্রহ করতে।
দুপুরে ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী কমিশনার ভুমি শিবু দাশ।তিনি মুল ফটকে টিনের বেড়া খুলে চলাচলের রাস্তা উম্মুক্ত করে দিতে পারভেছকে নির্দেশ দেন।পারভেজ অফিসারের কথামত চলাচলের রাস্তা উম্মুক্ত করে দেয়।