গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম মঙ্গলবার রাত ৯ টায় জামিনে মুক্তি পেয়েছেন। পরে কারা ফটকে তার স্বজনেরা তাকে নিয়ে যায়। তার মুক্তির জামিনের বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরো জানান, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে ১২টা মামলা আছে। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং- ৬৬৩/২০। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
সর্বশেষ ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নং-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নং-১৬৮০/২০ তেজগাঁও থানার মামলা হয়। এ মামলায় জামিন লাভের পর তিনি মুক্তি পান।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায় , আসলাম ওরফে শেখ আসলাম ওরফে সুইডেন আসলামের (৬২) জামিনের কাগজপত্র গত বুধবার কাশিমপুর কারাগারে পৌছায়। পরে কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ যাচাই বাছাই করে মঙ্গলবার রাত ৯টায় তাকে মুক্তি দেয়া হয়। পরে তিনি স্বজনদের সঙ্গে কারগার থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।