1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. mdr028999@gmail.com : Rayhan : Md Rayhan
শিক্ষা-গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য: নবনিযুক্ত উপাচার্য - The NAGORIK VABNA
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...
আজকের শিরোনাম :
সোনাতলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি জাকিরের ৪১টি পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান। দক্ষ জনসম্পদ তৈরীর লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের সমঝোতা পালিয়ে বেড়াচ্ছেন কুবি কর্মকর্তা শঙ্কা রয়েছে চাকরি হারানোর ড মাহমুদুর রহমানের দাবি ছাত্রলীগ দেশের একমাত্র জঙ্গি সংগঠন রাজনগর ইউপি পরিষদের চেয়ারম্যানের গোডাউনে ভারতীয় চিনি  কুড়িগ্রামের রাজারহাটে পূজা মন্ডপে হামলার ঘটনায় যুবক আটক মহেশপুরে স্বামীর মৃত্যু দেখে স্ত্রীও মারা গেলেন কিশোরগঞ্জে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার পিরোজপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী-শিশুসহ দুই পরিবারের নিহত-৮ রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন 

শিক্ষা-গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য: নবনিযুক্ত উপাচার্য

  • সর্বশেষ পরিমার্জন: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

»»»»» »»»»»

এ কে জায়ীদ, বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকত আলী বলেন, শিক্ষা ও গবেষণায় প্রাধান্য না দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে অনন্য পর্যায়ে পৌঁছানো হবে। আবাসন সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয়কে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। নিজের জন্য নয় বরং শিক্ষা ও গবেষণাসহ এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।

বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য পদে যোগদান শেষে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ শওকত আলীকে বেরোবির ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

নতুন উপাচার্য সন্ধ্যায় প্রশাসনিক ভবনে উপস্থিত হলে তাঁকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের রক্তের ঋণ কখনো শোধ করা যাবে না। যে দায়িত্ব পেয়েছি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। আবু সাঈদ হত্যা ও শিক্ষার্থীদের হামলার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ৮টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকল বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রফেসর ড. মোঃ শওকত আলী বলেন, শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা হবে। ছাত্র সংসদ চালুর ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবন, আবাসিক হল, অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য বিভিন্ন মেয়াদে পরিকল্পনা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টায় তিনি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নিহত আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন উপাচার্য।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ডিনস কমিটি, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানসহ শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকত আলী। এসময় তিনি ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?