পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিতর্ক ও রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। দুর্নীতি দমন কমিশন-দুদকের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক ও সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ মো. গোলাম মাওলা, জেলা দুপ্রকের সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা দুপ্রকের সদস্য মাওলানা আব্দুল মতিন, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষার্থী দীপা মজুমদার, চন্দন ব্যানার্জী ও রুকাইয়া পারভীন রুহানী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দুপ্রকের সদস্যসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।