সরকার সালাহউদ্দিন সুমন, নীলফামারী: নীলফামারীতে কয়েক মিনিটের ব্যবধানে সুকুমারী দাস (১০৫) ও তার ছেলের বউ মানদা দাস (৫৬) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার পলাশবাড়ী নটখানা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সুকুমারী দাস ওই এলাকার মৃত কর্ণধর দাসের স্ত্রী ও মানদা দাস মতিন দাসের স্ত্রী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে সুকুমারী দাস বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান। এদিকে সুকুমারী দাসের ছেলের বউ মানদা দাস গত দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্যরা যখন সুকুমারী দাসের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছিলেন ঠিক সেই সময় বাড়িতে মারা যান মানদা দাস। দুপুরে একইসঙ্গে স্থানীয় শ্মশানে তাদের মরদেহ সৎকার করা হয়।
স্থানীয় তপন দাস বলেন, আজ সকালে কয়েক মিনিটের ব্যবধানে আমার কাকি (মানদা দাস) ও দাদি মারা গেছেন। একইসঙ্গে পরিবারের দুই সদস্যকে হারানোর শোক সহ্য করার মতো না।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, মৃত্যু দুটি স্বাভাবিক ছিল। তবে একইসঙ্গে এক পরিবারের দুজনের মৃত্যু খুব বেদনাদায়ক।
নাগরিক ভাবনা/এইচএসএস