জিল্লুর রহমান: যশোরের শার্শায় বিপুল পরিমাণ গাঁজাসহ বাবলুর রহমান (বাবু) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) রাত ৯ টার সময় শার্শার ছোট মন্দারতলা এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী রাসেল ও আরও একজন অজ্ঞাতনামা মোট দুইজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম। তিনি জানান, উদ্ধারকৃত ১৮ কেজি মাদকদ্রব্য গাঁজা’র আনুমানিক বাজার মূল্য ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা। আটক, বাবলুর রহমান (বাবু) (৩৬) বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত, ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ গাঁজা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার ছোট মান্দারতলা শার্শা টু বোয়ালিয়া রোড সংলগ্ন এলাকায় একটি নির্মানাধীন ঈদগাহ এর পাশে অভিযান চালিয়ে একটি বস্তায় রক্ষিত ১৮ কেজি গাঁজাসহ তাকে করে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এবং বাকি দুই পলাতক আসামিদের আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি জানান।