কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র শহীদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী আবদুল কাইয়ুমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে কাইয়ুমের সহপাঠীদের হাতে ২ লাখ ২৫ হাজার ৪৪৫ টাকার একটি চেক তুলে দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের বলেন, “শিক্ষক সমিতির দীর্ঘদিনের সঞ্চিত অর্থ থেকে শহীদ কাইয়ুমের পরিবারকে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। যদি ভবিষ্যতে কাইয়ুমের পরিবার আরও কোনো সহায়তা প্রয়োজন বলে মনে করে, শিক্ষক সমিতি সাধ্যমতো সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের এবং শিক্ষক সমিতির অন্যান্য সদস্যরা।