মুন্সি শাহাব উদ্দীন : লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খোরশেদ আলম চৌধূরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, সেচ্চাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাবেক এম পি ডক্টর নদভী সহ মোট ৭৩ জনকে আসামি করে ১৮ আগস্ট রবিবার চট্রগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। বাদী হিসেবে মামলাটি দায়ের করেন পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ জাহেদ। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি লোহাগাড়া থানাকে এফ আই আর হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করেন। বাদী তার আর্জিতে লিপি করেন যে, আসামীরা গত ১লা আগস্ট পদুয়া নুইরগা ডেবা নামক জায়গায় অশ্লীল নাচ গানের আয়োজন করে,এলাকাবাসী তা বন্ধ করতে বললে আসামীরা সরাসরি গুলি করে প্রাণে হত্যার হুমকি প্রদান করে। ৪ আগস্ট লোহাগাড়া বটতলীস্থ চৌধূরী প্লাজার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা মিছিল করার সময় আগ্নে অস্ত্র দ্বারা গুলি করে এবং হাসনাতকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।আর মিছিলে যোগদান করলে গুলি করে প্রাণে হত্যা করবে, মিথ্যা মামলা ঝড়িয়ে কারাগারে পাঠাবে, বাড়াবাড়ি বেশী করলে হত্যা করে লাশ গুম করবে মর্মে হুমকি প্রদান করে।