মুন্সি শাহাব উদ্দীন : মানুষের মৃত্যু অবধারিত। সেটা হোক প্রবাস কিংবা স্বদেশ বাস। ২রা সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রশিদার পাড়ার বাসিন্দা প্রবাসী মহিউদ্দীন চৌধুরী বাবর। সে ঐ এলাকার মৃত সমশুল ইসলামের ২য় পুত্র। রশিদার পাড়ার বাসিন্দা মোহাম্মদ মামুন জানান, বাবর দীর্ঘদিন ধরে প্রবাসে থাকতেন। গেল এক বছর আগে তিনি সৌদি আরবে যান। সেখানে থাই এলুমিনিয়াম ও গ্লাস ফিটিং এর কাজ করতেন। তবে তিনি আগে হতে ডায়াবেটিস রোগী ছিলেন। সম্প্রতি তার ঠাণ্ডা, শ্বাসকষ্ট, ডায়াবেটিক বেড়ে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। ফলে সে ২রা সেপ্টেম্বর দেশে আসার সিদ্বান্ত নেন। কিন্তু আগের দিন অসুস্থতা বেড়ে গেলে তাকে জিদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করেন। বিবাহিত জীবণে সে চার সন্তানের পিতা বলে জানা যায়। তার মৃত্যুর খবর এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে।