মুন্সি শাহাব উদ্দীন: লোহাগাড়া উপজেলার চুনতি বাজারের পান ব্যবসায়ী হাসানের লাশ ১৫ সেপ্টেম্বর রবিবার রাত ১১ টার সময় চুনতি ১নং ওয়ার্ডের মিরিখিল রেল লাইনের পাশে একটি ব্রীজের নিচ হতে উদ্ধার করা হয়। মৃত হাসান ঐ এলাকার ইসহাক মিয়া সওদাগরের সন্তান বলে জানা যায়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাসান প্রতিদিনের মত চুনতি বাজার হতে দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে করেন। ঐ দিনই সে নিখোজ হয়ে যায়। ফলে পরিবারের লোকজন বহু জায়গায় খুঁজাখুঁজি করে তাকে পাই নাই। ১৫ সেপ্টেম্বর উল্লেখিত স্থানে তার অর্ধগলিত লাশের সন্ধান মিলে। তবে ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা তার নিকট হতে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারকালে তাকে প্রানে বধ করে লাশ ব্রীজের নিচে ফেলে রেখে চলে যায়। এই হত্যাকান্ডের সহিত জড়িত দুইজনকে আটক করতে পুলিশ সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।