ইকবাল হাসান, নড়াইল : বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের দূর্ভোগ নিরসনে নির্মিত নতুন রাস্তাসহ সৌন্ধর্য্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ নতুন রাস্তার উদ্বোধন করেন তরুণ সমাজ সেবক ও সফল উদ্যোক্তা স্বপ্নীল চৌধুরী সোহাগ। তিনি ব্লু ড্রীম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক। উদ্বোধন উপলক্ষে রবিবার সকালে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা,র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্লু ড্রীম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ। তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে দেখে রাস্তাটি নির্মাণ করে দিয়েছি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে এটি শ্রদ্ধাভাজন শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য উপহার। বিদ্যালয়টিকে দৃষ্টিনন্দন করতে রাস্তার দুপাশের্^ ফুলের গাছ রোপন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের বলেন, পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে। সমাজের উন্নয়নে সকলেরই দায়বদ্ধতা রয়েছে। একজন মেধাবী বা মনোযোগী ছাত্র সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। সরকারি চাকুরীর জন্য বসে থাকা যাবেনা। নিজেকে তৈরী করতে হবে। সফল উদ্যোক্তা হও। সফল ব্যবসায়ী হও। পড়াশোনার মাধ্যমে এখন থেকেই নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। তাহলেই ভবিষ্যতে সফল মানুষ হবে। বিশিষ্ট সমাজসেবক মোঃ খোকন চৌধুরীসহ শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।