লোহাগড়ায় পৈত্রিক সম্পত্তি লিখে নিতে বোনকে জিম্মি করবার অভিযোগ
সর্বশেষ পরিমার্জন:
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
৩৬
বার পঠিত
»»»»» »»»»»
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পৈত্রিক সম্পত্তি লিখে নিতে প্রতারনার আশ্রয় নিয়ে ভাইয়ের বিরুদ্ধে আপন বোনকে হয়রানি করবার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কাশিপুর ইউনিয়নের ঈসানগাতী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে একাধীক মামলার আসামী মোঃ ফেরদাউস শেখ তার আপন বোন শাহানাজ পারভীন কে হয়রানি করছে বলে অভিযোগ।
ভূক্তভোগী শাহানাজ পারভীন বলেন, আমার ভাতিজা টুটুল শেখ ইটভাটার ব্যবসা করতেন। ইট ভাটার জন্য জ্বালানী কয়লার প্রয়োজন হলে সে নোয়াপাড়ার ব্যবসায়ী শাহ মামুন এন্টারপ্রাইজের মালিক এর সাথে যোগাযোগ করেন। কয়লা ক্রয় করতে অনেক টাকার প্রয়োজন তাই ভাতিজা টুটুল অর্থের সহায়তার জন্য ফুপু শাহানাজ পারভীর এর সহায়তা চান। শাহানাজ বাকিতে কয়লা ক্রযের জন্য টুটুলের মাধ্যমে শাহ মামুন এন্টারপ্রাইজের মালিককে নিজ নামীয় একটি স্বাক্ষরিত ব্যাংক চেক ও স্টাম্প প্রদান করে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার দিন মোহাম্মদ দিনার চেক ও স্টাম্প লেনদেনে সহযোগিতা করেন। পরে আর কয়লা কেনা হয়নি।
কিন্তু শাহানাজের ভাই ফেরদৌস ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বোন চেক নিতে পাঠিয়েছে মিথা কথা বলে চেকটি নিয়ে আসে।
এরপর ফেরদৌস তার বোনকে হুমকি দেয় যে, বাপের জমাজমি যা ভাগে পাবা আমাকে লিখে দাও। শাহানাজ ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ফেরদৌস চেকটি নিয়ে সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখায় নগদায়নের চেষ্টা করে। কিন্তু শাহানাজের একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজওনার করে মামলায় হয়রানি করবার চেষ্টা করে।
ফেরদৌস শেখ আপন বোনকে এখন নানা হুমকি ধমকি দিচ্ছে।
শাহনাজ বলেন, আমি ফেরদৌসকে কোন চেক দেইনি। সে প্রতারনা করে নোয়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চেকটি এনে আমাকে হয়রানি করছে।
ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার দ্বীন মোহাম্মদ দিনার বলেন, মিথ্যা কথা বলে শাহানাজের চেকটি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে এসেছে । অভিযুক্ত ফেরদৌসের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। শাহানাজ হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ।