ইসমাইল আশরাফ ,লালমনিরহাট : ৯ দফা দাবিতে সারাদেশের ন্যায় লালমনিরহাটেও বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শনিবার (৩ আগষ্ট) বেলা ১১টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর বাংলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাফিজ চত্ত্বর এলাকা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হাফিজ চত্ত্বরে এসে অবস্থান নেয়। এর ফলে মহা সড়কের দু’পাশে শতাধিক গাড়ী চলাচল প্রায় ২ঘন্টা বন্ধ হয়ে যায়।শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছেন। তাঁরা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন। তবে এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা দেখা যায়নি । শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে লালমনিরহাট সদর উপজেলার মিশন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাণারে শত শত ছাত্র রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলমান ছিলো। এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।