বিশেষ প্রতিবেদক: শনিবার গণহত্যা দিবস পালন নাটোরের লালপুরে ২১শে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের কবরস্থানে তার রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।
এসময় উপস্থিত ছিলেন শহীদ মমতাজ উদ্দিনের ছোট ভাই সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নাইমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অন্যদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ ।