বিশেষ প্রতিবেদক:মু জিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অনান্য উপজেলার সাথে নাটোরের লালপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেন।
আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আজ বুধবার সকালে ৪র্থ দফায় জমির দলিল সহ রঙিন সেমিপাকা ঘর ১৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে মধ্যে হস্তান্তরের কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তিনি।
এসময় লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব,উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক,উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা,উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া স্থানীয় সংবাদকর্মী ও সুধীজনরা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন
Leave a Reply