বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জে রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে কার্যালয়ে তালা ও সেক্রেটারী লুৎফর রহমান চৌধুরী হেলাল কে অবাঞ্ছিত ঘোষণা করেছে কিশোরগঞ্জ ইউনিটের আজীবন সদস্যরা। আজীবন সদস্যরা জানায়, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল এক স্বেচ্ছাচারিতা করে আজীবন সদস্যদের অবগত না করে বিভিন্ন আচার অনুষ্ঠান ও ইউনিট কার্যক্রম চালিয়ে যাচ্ছে । এতে আজীবন সদস্যরা ক্ষুদ্ধ হয়ে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যালয়ে তালা ও লুৎফুর রহমান চৌধুরী হেলাল কে অবাঞ্ছিত ঘোষণা করে। আজীবন সদস্যরা জানায় ২০২০ সনের কার্যকরী কমিটি নির্বাচন নিয়ে সেক্রেটারি লুৎফর রহমান চৌধুরী হেলাল এর বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ রয়েছে।
কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য শফিকুল ইসলাম জানান, আমরা আজীবন সদস্য হলেও আমি কোনো অনুষ্ঠানের চিঠি পায় না। রেড ক্রিসেন্ট কার্যকরি কমিটির আরেক সদস্য জাহাঙ্গীর আলম রানা জানান, আমি দশ বছর যাবত কিশোরগঞ্জ ইউনিটের আজীবন সদস্য এর মধ্যে ১০ বছরে একটি চিঠিও পায়নি।
কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক কার্যকরি কমিটির সদস্য আলমগীর কবির জানান, বর্তমান কার্যকরি কমিটির নিয়ে আজীবন সদস্যদের মাঝখানে দূরত্ব তৈরী হয়েছে।নির্বাচনের আগে ২০২২ সনে অনেক অভিযোগ করেছে আজীবন সদস্যরা। এটি একটি অবৈধ কমিটি। আজীবন সদস্য আ.ন.ম তানভীর হায়দার বলেন, গতকাল ইউনিটের চেয়ারম্যান জিল্লুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ১ হাজার আজীবন সদস্য তাদের সকলকে চিঠি দিয়ে দাওয়াত দেওয়া সম্ভব নয়।
গতকাল দুপুরে লুৎফর রহমান চৌধুরী হেলালের লোকজন তার নিজস্ব অতিথি কমিউনিটি সেন্টারে অবস্থান নিলে কিশোরগঞ্জের সাংবাদিকরা সেখানে গেলে ঢুকতে দেওয়া হয়নি। লুৎফর রহমান চৌধুরী হেলালকে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।