রাজশাহীর বাঘায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ পরিমার্জন:
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
২৫
বার পঠিত
»»»»» »»»»»
Exif_JPEG_420
মাহামুদুল হাসান ,বাঘা (রাজশাহী): ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘা উপজেলা শাখা বাঘার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণ সমাবেশ এর আয়োজন করে । মুফতি মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন ফরিদী, হাফেজ মাওলানা খাইরুল বাসার জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘা উপজেলা, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মনিগ্রাম ইউনিয়ন সভাপতি, হাফেজ মাওলানা আনিসুর রহমান ১নং বাজুবাঘা ইউনিয়ন সভাপতি, ফজলে রাব্বি ছাত্র আন্দোলন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘা উপজেলা শাখা। হাফেজ মাওলানা নাজমুল হোসেন ৩নং পাকুড়িয়া ইউনিয়ন সভাপতি, হাফেজ সাইফুর রহমান বাঘা পৌর সভাপতি, বাদশা মোল্লা শ্রমিক আন্দোলন সভাপতি বাঘা উপজেলা শাখা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এক স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু আরেক স্বৈরাচারী মাথা উঁচু করে ওঠার চেষ্টা করছে। তিনি বলেন বাংলাদেশ আর কোন স্বৈরাচার সরকার দেখতে চায় না বাংলাদেশের জনগণ চাই ইসলামী শাসন কায়েম দেখতে