রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা কোর্টে মামলা
সর্বশেষ পরিমার্জন:
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
১৫৪
বার পঠিত
»»»»» »»»»»
রাজু আহমেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বীমা কর্মী ফজলুল হকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
গতকাল ৮ সেপ্টেম্বর ঘটনার ১৮ দিন পর ফজলুল হকের বিরুদ্ধে রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৯ এ মামলাটি করেন ওই নারী।
মামলার বিবরণে জানায়ায়, প্রবাসী ৪ বছর পূর্বে ফজলুল হকের কাছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বীমা করে। নিয়ম মাফিক নিয়মিত বীমার টাকা জমা দিতে থাকে। এভাবেই এক সময় প্রবাসীর সাথে ফজলুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়।
দুই বছর পূর্বে প্রবাসী বিদেশ যাওয়ার পর থেকে রাস্তা-ঘাটে হাঁটা চলার পথে ফজলুল হক প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন ধরনের খারাপ ইঙ্গিতপূর্ন কথা বলতেন। এভাবে চলাকালীন ফজলুল হক বিগত প্রায় ৬ মাস পূর্বে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক করার জন্য কু-প্রস্তাব দেয়। প্রবাসীর স্ত্রী ফজলুর কথায় রাগান্বিত হয়ে ফজলুর স্ত্রীর কাছে অভিযোগ করে।
ফজলুর স্ত্রীর নিকট অভিযোগ করায় প্রবাসীর স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হয়ে বড় ধরনের ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকে।
এমতাবস্থায় ২০ আগষ্ট (মঙ্গলবার) রাত আনুমানিক ১০ টার দিকে প্রবাসীর স্ত্রী রুমের বৈদ্যুতিক বাল্ব বন্ধ করে খাওয়া দাওয়া করতে গেলে। সুযোগ বুঝে ফজলুল হকসহ অজ্ঞাতনামা একজন ওই প্রবাসী স্ত্রীর ঘরে ঢুকে। খাওয়া দাওয়া শেষ করে ওই নারী তার রুমে প্রবেশ করলে ফজলুল হক ও অজ্ঞাতনামা একজন তার পেছন থেকে মুখ চেপে ধরে, দুই হাত পেছনে নিয়ে পাজাকোলে জোর পূর্বক ঘরে রক্ষিত চৌকির উপর নিয়ে পরনের কাপড় তুলে ওই নারীর যৌনাঙ্গ বের করে ধর্ষণ করতে গেলে, দস্তা দস্তির সময়ে হঠাৎ মুখ থেকে হাত সরে গেলে চিৎকার দেয় প্রবাসীর স্ত্রী। ঘটনাস্থলের পাশের রুমে থাকা ওই নারীর ২ মেয়ে এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যায় ফজলুল হকসহ অজ্ঞাতনামা ব্যাক্তি।
ঘটনার পরদিন প্রবাসীর স্ত্রী কালুখালী থানায় মামলা করতে গেলে পুলিশ ওই নারীকে কোর্টে মামলা করার পরামর্শ দেন। পরে ওই নারী তার প্রবাসী স্বামী ও পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে কোর্টে মামলা দায়ের করেন।
রাজবাড়ী কোর্টের আইনজীবী এ্যাড. বিপ্লব কুমার রায় বলেন, মামলাটি রাজবাড়ী জেলা লিগ্যাল এইডকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফজলুল হক সন্ধানী লাইফ ইন্সুরেন্সের বীমা কর্মী, সাংবাদিক, ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক, রাজনৈতিক নেতা পরিচয় দেন।