মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল পৌর শহরের বদলকোট রোডে সেন্টার পয়েন্ট সংলগ্ন মাঠে রমজান মাস ব্যাপী ঈদ পন্য সামগ্রীর সস্তা বাজার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিকেলে সস্তা বাজারের উদ্বোধন করেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সেন্টার পয়েন্টের স্বত্তাধিকারী বিশিষ্ট সমাজ সেবক ফজলুল করিম বাচ্চু, প্রধান শিক্ষক ও সাংবাদিক মনির হোসেন, রুবেল হোসেন, জুয়েল খালেদ সহ সস্তা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সস্তা বাজারের পরিচালক মশিউর রহমান জানান, সেন্টার পয়েন্ট কর্তৃপক্ষের উদ্যোগে রমজান মাস ব্যাপী সস্তা বাজারে ঈদ পন্য সামগ্রী বিক্রয় করা হবে। সস্তা বাজারে ৪২টি স্টল রয়েছে। এসব স্টলে জামা-কাপড়, কসমেটিকস্, জুতা, মনোহারী সামগ্রী, ক্রোকারীজ সামগ্রী মালামাল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পত্র ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়।
নাগরিক ভাবনা/এইচএসএস