সুজন মিয়া, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাই চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। গ্রেফতাররা হলেন মোছা.বনেছা আক্তার (৪৫) ও মোছা. মরিয়ম আক্তার (২৫) সম্পর্কে তারা মা ও মেয়ে।
বুধবার বিকালে মুক্তাগাছা পৌরসভার ফরাজী মার্কেটের সামনে থেকে মহিলা চোর চক্রের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকীরা পালিয়ে যায়। তারা হলো: শিকু মন্ডল (৫২) ও রাসেল মন্ডল (২৫)। তাদের সকলের বসবাস জামালপুর ইসলামপুর থানার নতুন বাজার এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ।
পুলিশ ও স্থানীয়রা জানান,পৌরসভার বাসিন্দা আক্তারুজ্জামান বিল্লালের (৪৬) মেয়ে বীনা (২৫) ঈদের কেনাকাটা করতে পৌরসভার মহারাজা রোডের ফরাজী মার্কেটে গিয়ে তাদের খপ্পরে পড়ে বাচ্চাকে ধরতে বলে কৌশলে বীনার ভেনিটি ব্যাগের থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাচ্চা নিয়ে চলে যাওয়ার সময় ভেনিটি ব্যাগের চেন খোলা দেখে সন্দেহ হলে ব্যাগের ভিতরে টাকা নাই দেখে চোর চোর চিৎকার করলে জনগণের হাতে দুইজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। তাদের নিকট হইতে চোরাই নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, পৌর শহরের ফরাজী মার্কেট থেকে ছিনতাই চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বীনার বাবা থানায় একটি অভিযোগ করলে,চুরি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।