ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শহীদ স্মৃতি সরকারী কলেজ এর দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মুক্তাগাছা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজের ছাত্র ছাত্রীরা শিক্ষকদের বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেন।
মানববন্ধনে অধ্যক্ষ আলী ইদ্রিস, সহযোগী অধ্যাপক শাহ মুহাম্মদ মাহফুজুল বারী ও আলী হায়দার এর বিচারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রথমে শহীদ স্মৃতি সরকারী কলেজ প্রাঙ্গণ পরে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে দীর্ঘক্ষণ অবস্থান করেন ছাত্রছাত্রীরা।তারা দূর্নীতিবাজ শিক্ষকদের বিচারের দাবী তুলেন মানববন্ধনে।তাদের বিচারের আওতায় আনা না হলে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন শহীদস্মৃতি সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।