টাংগাইলের মির্জাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) সকাল ১০:০০ ঘটিকার সময় শহিদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জনাব মোঃ হাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) -এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনাব খান আহমেদ শুভ এমপি, টাংগাইল-৭, উদ্বোধনঃ বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, বিশেষ অতিথিঃ জনাব তাহমিনা জাহান শিলা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, জনাব মীর শরিফ মাহমুদ সভাপতি উপজেলা আওয়ামীলীগ, জনাব মীর্জা শামীমা আক্তার শিফা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, জনাব আজহারুল ইসলাম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মোঃ আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেখ আবুসালেহ মাসুদ করিম, অফিসার ইনচার্জ (ওসি) মির্জাপুর থানা, টাংগাইল।
এছাড়াও মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত হন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ পারভেজ সাজ্জাদ খান, শিক্ষক শহিদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর, টাংগাইল।
পরে অতিথিবৃন্দরা বিজয়ী খেলোয়াড়দের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
Leave a Reply