রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধি: ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’-এই শ্লোগানে মিরসরাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিযোগীতায় অংশ নেয় ৪ টি বিদ্যালয়। সেগুলো হলো মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ও জেবি উচ্চ বিদ্যালয়।
মিরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং চট্টগ্রাম-২ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রিয়তোষ নাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবুল হাশিম, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।
এবার বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল পারিবারিক ও সামাজিক প্রভাবই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রমোট করার জন্য দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ হোসেন তাহসিন ও জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান তুরাকে ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।