টিপুসুলতান শ্রীপুর (গাজীপুর):ষড়ষন্ত মূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের নির্দোষ দাবী করে সম্মেলন করেছে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি।সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্রীপুর পৌর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বেপারী বলেন, সোমবার (০৯ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরের তৃতীয় পৃষ্ঠায় বিএনপিকে জড়িয়ে “গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রনে কমিটি গঠন বিএনপির” সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমাকে ওই কমিটির সমন্বয়ক উল্লেখসহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির পদধারী নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়। সংবাদে বিভিন্ন কারখানা থেকে ঝুট বাণিজ্যের কথাও বলা হয়েছে। এতে আমার তথা দলের সম্মানহানী হয়েছে। আমি এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওইসব ঘটনার বিষয়ে আমি তথা পৌর বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।এ সময় পৌর বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।