মাদারীপুরে হত্যা মামলার আসামী র্যাবের অভিযানে গ্রেফতার
সর্বশেষ পরিমার্জন:
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
১৫
বার পঠিত
»»»»» »»»»»
গাউছ-উর রহমান, মাদারীপুর : মাদারীপুর-বরিশাল র্যাব-৮ এর যৌথ অভিযানে মাদারীপুরে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৮,সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: মোঃ শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে মাদারীপুর ও বরিশাল-র্যাব-৮ এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে হত্যা মামলার এই প্রধান আসামীকে গ্রেফতার করেন।
র্যাব- সূত্রে জানা যায় শনিবার (৭ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলার পালং থানাধীন চিকন্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা ৭.১০ ঘটিকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড় দুলালী এলাকার মৃত্যু আজিজুল তালুকদারের ছেলে মোঃ আল আমিন তালুকদার (২৮)।
জানা যায় গ্রেফতারকৃত আসামি মোঃ আল আমিন তালুকদার বিরুদ্ধে-গৌরনদী থানার মামলা নং ১৩ ধারা ২০৭/৩০২/৩৪ দ:বি:ধারায়-১৮৬০ মোতাবেক হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি করা হয়।
গ্রেফতারকৃত আসামী কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল জেলার গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।