গাউছ-উর রহমান, মাদারীপুর : মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ৫৫০ (পাচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিজানীক দল।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর দিক নির্দেশনায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বৃহস্পতিবার ( ১৩ জুন ২০২৪) বেলা ১১.৪৫ ঘটিকায় সময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই আবুল কাশেম খান এর নেতৃত্বে অবৈধ অস্ত্র,ও মাদক জুয়া প্রতিরোধের বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন লোহারডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে (পাচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বড় মেহের গ্রামের মৃত জাহাঙ্গীর বেপারীর ছেলে, জাহিদ বেপারী (৩০), একই গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে, শাহিন হাওলাদার (৩২) ও ঝিকরহাটি গ্রামের মৃত হাজী বিল্লাল দর্জির ছেলে, এনামুল দর্জি (৪৫)।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের বর্ণনা মতে,উদ্ধারকৃত ৫৫০( পাঁচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটের ( মূল্য ১,৬৫,০০০/- এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা) অবৈধ অস্ত্র, মাদক ও জুয়ার বিরুদ্ধে মাদারীপুর জেলা আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে এবং সার্বক্ষণিক এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ।