আবু রায়হান,মাদারগঞ্জ(জামালপুর):জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির অন্তর্গত ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল কালুর মোড়ে এ আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাউছার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপূর্বে ফিতা কেটে আঞ্চলিক অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। এ সময় উপজেলা,পৌর,ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।