জিয়াউর রহমান : মাগুরা ডিবি পুলিশ গতকাল শনিবার সকালে সদরের শিমুলিয়ার ঢাল নামক স্থান থেকে ১৮০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে । এরা হলো রুহুল আমিন (৪১) ও আবুল হাশেম (৪৩) । আটককৃতদের বাড়ি খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়া ও মাটিরাংগা গ্রামে ।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) কলিমুল্লাহ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ডিবি পুলিশের এসআই কাজী শামসুল আলমের নেতৃত্বে সঙ্গীগ অফিসার ফোর্স মাগুরা-যশোর মহাসড়কের সদরের শিমুলিয়া ঢাল নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি চালায়। ট্রাকে অভিনব কায়দায় কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা ১৮০ কেজি গাঁজা জব্দ করে ডিবি পুলিশ। জব্দকৃত এ গাঁজার বাজার মূল্য ৯০ লক্ষ টাকা । এ সময় ট্রাকের চালক রুহুল আমিন (৪১) ও হেলপার আবুল হাশেম (৪৩ কে আটক করা হয় । জব্দ এ গাঁজা গুলো পাচারের উদ্দেশ্য তারা একটি ট্রাকে করে কাঠের গুড়োর মধ্যে করে খাগড়াছড়ি থেকে যশোরে নিয়ে যাচ্ছিল। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়া ও মাটিরাংগা গ্রামে । আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে । এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রক আইন-২০১৮ এ মামলা রুজু হয়েছে ।