কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলার শাপলাপুরের ষাইটমারায় গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আকাশমণি গাছ জব্দ করেছে বন বিভাগ।
জানা গেছে- ১০ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি বাগানের বেশকিছু আকাশমণি গাছ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া।
সূত্রে জানা যায়- উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিট এলাকার ষাইটমারা চায়না মার্কেট এলাকার গহীন জঙ্গল থেকে কিছু গাছখেকো চুরি করে গাছ কেটে পাচার করার প্রস্তুতি নিয়েছিল। সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে শাপলাপুরবিট কর্মকর্তা নুরে আলম মিয়া, কালারমারছড়া বিট কর্মকর্তা আবুল কালামসহ তাদের লোকজন প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে বেশকিছু আকাশমনি গোল কাঠ জব্দ করে শাপলাপুর বিট কার্যালয়ে নিয়ে যায়।
এ বিষয়ে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান- শাপলাপুরের ষাইটমারার চায়না মার্কেট এলাকায় গভীর জঙ্গলে গাছ কেটে পাচারের খবর পেলে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে বেশকিছু আকাশমণি গাছ জব্দ করে বিট কার্যালয়ে আনা হয়েছে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে অত্র এলেকার লোকজনের সাথে যোগাযোগ করলে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন,এলেকার নুর আহম্মদ নামে এক ব্যাক্তি এখানে প্রতিদিন সরকারি বাগানের গাছ গুলো প্রায় বিক্রি করে বাগান গুলো ধ্বংস করে ফেলেছে।তিনি আরও জানান জব্দকৃত গাছগুলো ওই নুর আহমেদের,তিনি গাছগুলো গাড়িতে তোলার প্রস্তুত কালে বিট কর্মকর্তারা আসার খবর শুনে পালিয়ে যায়।তার বিরুদ্ধে বন বিভাগের একাধিক মামলা আছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি এলাকায় গাচ বিক্রেতা নামে পরিচিত।