গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে আলিয়া কামিল মাদরাসার হলরুমে গত ২৭/০৯/২০২৪ ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মহিমাগঞ্জ ইউনিয়ন মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত ওলামা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ হেলাল উদ্দিন – সভাপতি ওলামা মাশায়েখ পরিষদ মহিমাগঞ্জ ইউনিয়ন শাখা।
উক্ত অনুষ্ঠানে মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ আব্দুর রহিম সরকার -সাবেক
আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও বর্তমান রংপুর ও দিনাজপুর অঞ্চল টিম সদস্য, তিনি তার বক্তব্যে বলেন আগামীতে দুর্নীতিমুক্ত – স্বচ্ছ ও সুসংগঠিত রাষ্ট্র গড়ে তোলার জন্য তৃণমূল পর্যায়ে সকল শ্রেণীর পেশাজীবী মানুষ ও জনসাধারণদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনটাই দিক নির্দেশনা দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাইদুর রহমান সভাপতি ওলামা মাশায়েখ পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও অধ্যক্ষ মাঠের হাট ফাজিল সিনিয়র মাদরাসা গাইবান্ধা, মোঃ আশরাফুল ইসলাম রাজু – সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, মোঃ রেজাউল করিম -সভাপতি ওলামা মাশায়েখ পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, মোঃ আবুল কালাম আজাদ- নায়েবে আমির গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, মোঃ মশিউর রহমান- উপজেলা সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী গোবিন্দমজ উপজেলা শাখা, মোঃ শামসুল হক – আমির বাংলাদেশ জামাতে ইসলামী মহিমাগঞ্জ ইউনিয়ন শাখা, মোঃ নুরুল আলম ফকিহ – ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসা, ডঃ মুহম্মদ মোখলেছুর রহমান- উপাধ্যক্ষ মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসা।
অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গ সংগঠনের হাফেজ মোঃ ফরিদুল ইসলাম – সহ-সভাপতি, মুহাম্মদ সাদেকুল ইসলাম সাদেক -সাধারণ সম্পাদক, মোঃ জাফিরুল ইসলাম জাফু- সহ-সম্পাদক ও আরো অনেক নেতৃবৃন্দ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য – দীর্ঘ আয়ু কামনা ও তবারকের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।