সেবা ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল করিম। তিনি ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে (মঙ্গলবার ১২-০১ মিনিটে) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা প্রসাসনের কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, পিরোজপুর প্রেসক্লাব সহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পূষ্পমাল্য অর্পন করেন।
Leave a Reply