মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
১৪
বার পঠিত
»»»»» »»»»»
oplus_2
মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি,আর্থিক অনিয়ম,নিয়োগ বাণিজ্যের মত গুরুতর অভিযোগ তোলে শিক্ষার্থীরা এবং আন্দোলনে নামে। আন্দোলনের ১৫ দিনের মাথায় মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নেয় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, ২সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অবস্থান নেয় মরিচারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপিও প্রদান করে তাঁরা। লাগাতার ক্লাস বর্জন করায় বিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিভাবকরাও চিন্তিত ছিল। আন্দোলনের এক পর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এতে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যেতে থাকে।
এসবের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়া এবং বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ থাকায় তদন্ত কমিটি তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। ২ঘন্টা অপেক্ষা করে তদন্ত কমিটি ফিরে আসে।
১৭সেপ্টেম্বর দুপুরে মরিচারচর স্কুলের অনেক শিক্ষার্থী পুনরায় উপজেলা চত্বরে জমা হয় এবং বিক্ষোভ করে। তারই পরিপ্রেক্ষিতে জরুরিভিত্তিতে বিদ্যালয়টিতে শৃঙ্খলা আনতে, ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরপর থেকে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ আহম্মেদ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার বলেন,-‘মরিচারচর উচ্চ বিদ্যালয়েে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের তদন্ত চলমান। এরই মধ্যে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন এবং প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য বিগত ১৫ দিনের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে আজ কতৃপক্ষ তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়’।