অনলাইন ডেস্ক: ময়মনসিংহে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের মাওনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাদ্দাম ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুল বেপারীর মোড় এলাকার ফকির ড্রাইভারের ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ২০১০ সালে নগরীর মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে সাদ্দাম, সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী আশাকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
সোহাগ ও সাদ্দাম ছাড়া বাকি সব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে চলতি বছরের ৫ মার্চ সুজন, সাদ্দাম ও সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ ছাড়া উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় মারা যান। কিন্তু ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে সাদ্দাম দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ১৩ বছর পর তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এইচএস