মোঃ জাকির হোসেন, মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর ঢাকুরিয়া বাজারের কেন্দ্রীয় মসজিদে সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও জামায়াতের নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সহ সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা বোরহান উদ্দিনের সভাপত্বিতে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জামায়াত নেতা এ্যাডভোকেট গাজী এনামুল হক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও মনিরামপুরের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক,বক্তব্য রাখেন জামায়াত নেতা আহসান হাবিব লিটন,থানা আমীর মাওলানা লিয়াকত আলী,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ।এসময় নেতারা বক্তব্যে বলেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে আমার বাস করতে চাই।