মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরোধের জের ধরে রুবেল তালুকদার (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মিরুখালী বাজারের ব্রীজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। আহত রুবেল তালুকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেল তালুকদার উপজেলার মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের হিরু তালুকদারের ছেলে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। আহত রুবেল তালুকদারের বোন সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা আক্তার বলেন, বিরোধের জের ধরে রোববার রাতে ডাকাতি সহ একাধিক মামলার আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম পলাশ, আলিম, মহিব্বুলাহ’র নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে আমার ভাইয়ের বুকে, মাথায়, হাত-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয়েছে। আমরা বরিশাল মেডিকেলে তার চিকিৎসা দিচ্ছি। স্থানীয়রা জানান রুবেল বিএনপি পদযাত্রায় অংশ নেওয়ার কারণে তাকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ রুহুল আমিন দুলাল। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।