মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের থানা রোডে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সদস্য মঠবাড়িয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন। পরে এক সম্প্রীতি সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর। মঠবাড়িয়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি কামাল মৃধার সভাপতিত্বে সম্প্রতি সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন, সাপলেজা নেছারিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ শাহজালাল আকন, সাবেক সেনা সদস্য রিয়াজ উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিএম কলেজের সাবেক সভাপতি জিয়াউল হাসান, ভান্ডারিয়া উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সাংগঠনিক সম্পাদক সবুর খান, পিরোজপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল গাজী, পিরোজপুর জেলা যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম শুভ, পিরোজপুর জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাসেল, পিরোজপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, মঠবাড়িয়া উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি মিজানুর রহমান, মঠবাড়িয়া যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আল আমিন সাঈফী। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও খবর...