সাইবুর রহমান সুমন, শার্শা প্রতিনিধিঃ যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম অদ্য ইং-১৬/০৪/২০২৩ তারিখ ০১:১৫ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ আবুল হাসান এর নেত্বত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান করে আসামী ১। ইমরান হোসেন সানি (২৮) পিতা: শহিদুর রহমান, গ্রাম: পুরন্দরপুর থানা: ঝিকরগাছা ২।শাহরিয়ার হাসান (৩১) পিতা: আব্দুস সাত্তার সাং পাল বাড়ি থানা কোতোয়ালি ৩।মো: রাকিব হোসেন (২৩) পিতা মোহাম্মদ বাবলু সাং: রেলগেট ৫ নং ওয়ার্ড থানা কোতোয়ালী সর্ব জেলা: যশোরদের একটি প্রাইভেট কার সহ আটক করে তল্লাশি কালে তাদের কাছে ৩০০ (তিনশত) পিস ইয়াবা পেয়ে বিধি মোতাবেক জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।