মোঃ আবু মুসা তুহিন সোনাগাজী (ফেনী):এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকীতে ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের শান্তি নগরে গণজমায়েত অনুষ্ঠানের আয়োজন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাত নয়টায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ওমর ফারুকের সভাপতিত্বে এবং যুবদল নেতা আরিফুল ইসলাম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লণ্ডনী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুদা মিয়া ও সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু সুফিয়ান, দুলাল হোসেন, এমরান হোসেন, ভুট্টু মিয়া, মোশারফ হোসেন, আমির হোসেন, ওমর ফারুক, ইউপি সদস্য জসিম উদ্দিন, মাসুদ, সোহাগ, নূরনবী, সহ বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী