মোঃ নয়ন মিয়া, বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে হিউম্যান রিসোর্সেস ডেভেলমেন্টফাইন্ডেশনের( এইচআরডিএফ) সম্পত্তি বিক্রি করে সমুদয় অর্থআত্মসাতের প্রতিবাদে মানবন্ধন করেছেন সংস্থার অন্যান্য সদস্যরা ও এলাকাবাসীরা।
শনিবার সকালে ১১ দিকে বেলডাঙ্গাস্থ ভাঙ্গা অফিস সন্মুখে এ মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি বাবুল তিগ্যা, সাধারণ সম্পদক বিশ্বনাথ তিগা, সংস্থার জমি দাতা রবিন তপপো, নিকোলাস
মিঞ্জি ও আরও অনেকে।
জানা গেছে, উপজেলার বেলডাঙ্গাস্থ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমন্ট ফাইন্ডেশন, যার রেজি নং এনজিও বিষয়ক ব্যুরো-৭৬২/৯৩,
সমাজসেবা অধিদপ্তর দিনাজ-৭০১/৯১ এর সাবেক পরিচালক লরেন্স বেগ সংস্থার প্রধান কার্যালয় সম্পত্তি বিক্রি করে সমুদ্বয় টাকা আত্মসাৎ
করেছেন বলে বিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বর্তমান সেক্রেটারি বিশ্বনাথ তিগা।
বর্তমান সেক্রেটারি বিশ্বনাথ তিগা অভিযোগে উল্লেখ করেন, সাবেক পরিচালক লরেন্স বেগ দায়িত্ব পালন কালে অফিসে নানা ধরণের
অনিয়ম ও দুর্নীতি করেছেন। সংস্থার কার্য পরিষদের কাউকে না জানিয়ে সংস্থার সম্পত্তি বিক্রি করে সেই অর্থ একাই আত্মসাৎ করেছেন। সংস্থার বিল্ডিং বর্তমান ক্রেতা ভাংচুর করিতে তাতে সংস্থার সদস্যরা বাঁধা দিলে আত্মসাতকারী বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেন।
সংস্থার বর্তমান সেক্রেটারি ও সদস্যরা নিরুপায় হয়ে বিরামপুর থানায় অভিযোগের মাধ্যমে বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।