উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া : কুষ্টিয়া বিত্তিপাড়া-মাধপুর গ্রামে সামাজিক বিরোধে সংঘর্ষ হামলা ঘরবাড়ি ভাংচুর, লুট,অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । এতে উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ই আগষ্ট) সকালে বিত্তিপাড়া গ্রাম ব্রীজমোড় দফায় দফায় এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে আবু সরদার (৬৫), মোহিত (৫০), জিন্নাহ (৪০), রানা (৩৪), নবিছদ্দিন (৪৮), নাসির (৪০), ইসমাইল (৪২), মনি মন্ডল (৬০), মিনটু (৪৫), পল্টু (৩৭), রাজা (৫০) সহ আরো অনেকে। বাকি আহতদেরকে কুষ্টিয়ার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিত্তিপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে দুপক্ষের বিরোধ অনেক পুরনো। একপক্ষে নেতৃত্ব দেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দীক এবং অপরপক্ষে বিত্তিপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার।অপরদিকে মাধপুর গ্রামে এক পক্ষের নেতৃত্ব দেন লিয়াকত মাষ্টার,শাহাজদ্দি মন্ডল অপরপক্ষে নেতৃত্ব দেন মনা, বেলাল মন্ডল।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের সরকার পদত্যাগ করায় সন্ধ্যার দিকে আওয়ামী লীগ সমর্থিত বাড়িতে দফায় দফায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রুপ নেয় সামাজিক আধিপত্য বিস্তার টিকে থাকার । বৃহস্পতিবার ভোরের দিকে বিত্তিপাড়া গ্রামে ব্রীজমোড় নামক স্থানে উভয় গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ ঘটে।তবে সেনাবাহিনীর তৎপরতায় সংঘর্ষ কিছুক্ষন বিরতন থাকলেও আবারও পার্শবর্তী গ্রামের সুবিধাভোগী লোক মিলিত হয়ে এ সংঘর্ষ বড় আকাড়ে রুপ নেয়।এতে উভয় পক্ষের সমর্থকদের বসত বাড়ি ঘরে অগ্নিসংযোগ,লুট, ভাংচুর হয়।দায়িত্বরত সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে মুঠোফোনে দু পক্ষের প্রধান আবুবকর ও হোসেন মেম্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন ধরেননি।তবে এলাকাবাসী জানান এ সংঘর্ষ ইউনিয়নজুরে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে জানান।
আরও খবর...